বাংলাদেশের বাজারে গতকাল সোমবার (২১ অক্টোবর) লঞ্চ হলো রয়্যাল এনফিল্ড। গতকাল চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উন্মোচন করেছে ইফাদ মোটরস। মডেল চারটি হলো হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর। মোটরসাইকেলগুলো পাওয়া যাবে ৩.৪ লাখ থেকে ৪.৩৫ লাখ টাকার মধ্যে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং। সংশ্লিষ্টরা জানান, ৪৫ দিন পর মোটরসাইকেল ডেলিভারি শুরু করবে কোম্পানিটি। এর আগে জানা যায়, এই চারটি মডেলে থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার ‘জে’ (J) সিরিজের ইঞ্জিন। এ ছাড়া রং ও ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে।
রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৩.৪ লাখ টাকা থেকে। রঙের ভিন্নতার ওপর ভিত্তি করে দাম বাড়তে পারে। ক্ল্যাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.০৫ লাখ টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪.১০ লাখ টাকা থেকে। হাইওয়েতে রাইডারদের পছন্দের মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.৩৫ লাখ টাকা থেকে।
কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল উৎপাদন কারখানা তৈরি করেছে ইফাদ মোটরস। দীর্ঘ দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।
জানা যায়, বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক ও পরিবেশক উত্তরা মোটরস গত বছরের নভেম্বরে প্রথম উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল বাজাজ এন২৫০ বাজারে নিয়ে আসে। এ মডেলের মূল্য ছিল প্রায় ৩.৪ লাখ টাকা। চলতি বছরের জুনের শেষ নাগাদ কম্পানিটি ৭৩০ ইউনিটের বেশি এন২৫০ বিক্রি করেছে।
চলতি বছরের শুরুতে ২১০ সিসির কারিজমা এক্সএমআর বাজারে নিয়ে আসে হিরো । এর দাম রাখা হয় প্রায় ৪ লাখ টাকা। জুনের শেষ নাগাদ এ মডেলের প্রায় ৭০০ ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়েছে। অন্যদিকে হোন্ডা সম্প্রতি ১৮০ সিসির হর্নেট বাজারে নিয়ে এসেছে, যার দাম রাখা হয়েছে প্রায় ২.৯ লাখ টাকা। এখন রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি ইঞ্জিনের মডেলগুলো ১৬৫ সিসির ওপরের সেগমেন্টে শীর্ষস্থান দখল করবে।
সৈকত দেব ছিলেন রয়্যাল এনফিল্ডের উদ্বোধনীতে। দেশের মোটরসাইকেলের বাজারে এর কেমন প্রভাব রাখবে জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে রয়্যাল এনফিল্ডের জন্য অপেক্ষা করেছিলাম। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাজার কাপাবে।’
দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল আছে। প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেলের মধ্যে ইয়ামাহার আরওয়ানফাইভের কোনো ভার্সন কিনতে গেলে ৫ থেকে সাড়ে ৬ লাখ টাকা লাগে। সেখানে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির বাইকগুলোর দাম শুরু হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে। এটা আমাদের বাইকারদের জন্য অত্যন্ত আনন্দের।’
এদিকে নেটিজেনদের মধ্যে দেখা যাচ্ছে নানা রকম প্রতিক্রিয়া রয়্যাল এনফিল্ড উদ্বোধনের পর থেকে। অনেকেই পছন্দের মোটরসাইকেলটি নিয়ে নানান অনুভূতির কথা লিখে ছবিসহ পোস্ট করছেন। এর মধ্যে কেউ কেউ বলছেন, এতদিন দেশের বাজারে মোটরসাইকেলের দাম অত্যধিক বেশি রাখা হয়েছে। তবে রয়্যাল এনফিল্ডের দাম নিয়ে খুশি সবাই।
১২৩ বছর আগে ইংল্যান্ডে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল উৎপাদনের যাত্রা শুরু হয়। মূলত সামরিক ব্যবহারের জন্য মোটরসাইকেলটির উৎপাদন শুরু হয়। এটি এখনো চালু থাকা বিশ্বের প্রাচীনতম টু-হুইলার ব্র্যান্ড।