মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৪৩ প্রতিষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ

বাজারে সরবরাহ বৃদ্ধিতে ও দাম নিয়ন্ত্রণে ৪৩টি প্রতিষ্ঠানকে আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১৮ নভেম্বর এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানিবিষয়ক প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে। এর আগে, গত ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। তারও আগে ৭ অক্টোবর অনুমতি দেওয়া হয় সাড়ে ৪ কোটি ডিম আমদানির। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে।

লাগামহীন ডিমের বাজার নিয়ন্ত্রণে গত ১৫ সেপ্টেম্বর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। সে অনুযায়ী প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বিক্রি হওয়ার কথা।

কিন্তু, বেঁধে দেওয়া দাম ব্যবসায়ীরা না মানায় দুই দফায় ডিম আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি গত ১৭ অক্টোবর ডিম আমদানিতে কর ছাড় ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেদিন ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতিডজন ডিম ১৪৪-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ - রংপুর