মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় শিক্ষকরা।

মঙ্গলবার  দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। তারা কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড তাদের এভাবে অসম্মান করা হচ্ছে আমরা সেটি মানতে পারছি না।অনেক শিক্ষক লাঞ্চণা সহ্য করতে না পেরে পদত্যাগ করেছে। যারা শিক্ষকদের পদত্যাগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তারা নৈতিকতা ও মানবিকতা বিরোধী।স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান বন্ধ না করলে তারা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিবেন।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল,নিতাই মাহবুবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল,গাড়াগ্ৰাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার  মোজাফফর হোসেনসহ বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন