সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় কামরুল হাসান (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ নিয়ে আগুনের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হলো।সে ওই ফিলিং স্টেশনের পাশে একটি ভাতের হোটেলের মালিক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও দুই জন।

মৃতরা হলেন মো. হিমেল(২৫),আব্দুল কুদ্দুস (৮০) আবুল হোসেন (৪৫) , তোফাজ্জল হোসেন‌(৪২)ও কামরুল হাসান (৩৫)।আগুনে দগ্ধ বাকিদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গুরুতর দগ্ধরা হলেন, স্থানীয় খাবার হোটেল ব্যবসায়ীর স্ত্রী সুমি আক্তার (৩০) ও চায়ের দোকানদার আব্দুল মালেক (৫০)।

আজ সোমবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান,গত সোমবার রাতের দিকে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে আনা হয়েছিল। এরমধ্যে আজ দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় কামরুল হাসান নামে ১০০ শতাংশ দগ্ধ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

ডা. তরিকুল আরও জানান, দগ্ধ সুমি আক্তার ৩২ শতাংশ ও আব্দুল মালেককে ৫০ শতাংশ দগ্ধ নিয়ে জরুরি বিভাগের চিকিৎসা শেষে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত সোমবার বেলা সোয়া ২টার দিকে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রথমে মো. হিমেল নামে এক প্রাইভেটকারচালক নিহত হন। পরে আব্দুল কুদ্দুস , আবুল হোসেন, তোফাজ্জল হোসেন ও কামরুল হাসান নামে আরও চার জন হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

সর্বশেষ - রংপুর