বাংলাদেশের উন্নয়নে অন্তর্বতীকালীন সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই সহায়তা দেওয়া হয়।
চুক্তির পর সাংবাদিকদের এসব তথ্য জানান ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।
তিনি জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, কৃষি ও স্বাস্থ্যসহ অর্থনৈতিক খাতকে গুরত্ব দেওয়া হবে এই সহযোগিতায়।
এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।