বুধবার , ৫ মার্চ ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

১৭ মার্চ বাংলাদেশে আসছেন হামজা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি ২৫ মার্চ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি ১৭ মার্চ সকালে সরাসরি ইংল্যান্ড থেকে সিলেটে পৌঁছাবেন। এরপর একদিন তার পৈতৃক নিবাস হবিগঞ্জে কাটিয়ে পরদিন ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

 

মঙ্গলবার (৪ মার্চ) টিম হোটেলে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল হামজার আগমনের বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে জাতীয় দল কমিটির একাধিক সদস্য এবং বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।

 

হামজার বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে বাফুফে বেশ কিছুদিন ধরেই কাজ করছিল। তার পরিবার চেয়েছিল, তিনি একদিন হবিগঞ্জে কাটান। এজন্য বাফুফে কয়েকটি বিকল্প রেখেছিল, যার মধ্যে হামজা সরাসরি ঢাকায় না এসে সিলেটে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ বিমানের সরাসরি লন্ডন-সিলেট ফ্লাইট থাকায় তিনি সেই সুযোগ গ্রহণ করেছেন। ১৭ মার্চ সকালে হামজা ও তার স্ত্রী-সন্তানসহ সিলেটে পৌঁছাবেন। বাফুফে তার জন্য বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করেছে এবং তার বরণ ও নিরাপত্তা নিয়ে কাজ করছে।

 

এদিকে, এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামীকাল (বুধবার) দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। রওনা হওয়ার আগে আজ (মঙ্গলবার) দুপুরে বাফুফে সভাপতি কোচ ও ম্যানেজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভারত ম্যাচ নিয়ে দলকে উৎসাহিত করেন।

 

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় দল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে। এরপর সৌদি আরবে ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে বাংলাদেশে ফিরবে ফুটবল দল। সৌদি ক্যাম্পে অনুশীলনের পাশাপাশি এক-দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। গত বছরের মতো এবারও সুদানের বিপক্ষে একটি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দল সৌদি আরবের তায়েফ শহরে ক্যাম্প করবে। তবে এখনও বাফুফে সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে হোটেল ও অনুশীলন মাঠের বিষয়ে কাজ করছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত