শনিবার , ৩ মে ২০২৫ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৩, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাত ভাই নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে শনিবার (০৩ মে) শনিবার রাতে আগুনের মশাল হাতে নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন।

 

শনিবার রাতে উপজেলা প্রথম গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলার যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা জিয়ামঞ্চের সভাপতি আনার হোসেন আমির,সহ-সভাপতি বাদশা আলমগীর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায় আহবায়ক আহসান হাবিব ময়না,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লাল মিয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল,সাবেক ছাত্রনেতা আবু সাঈদসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, অবিলম্বে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি চাই। তুহিন ভাইয়ের মুক্তি না হলে এর চেয়ে বৃহত্তর প্রোগ্ৰাম নেয়া হবে।

 

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার (২৯ এপ্রিল) হাইকোর্টে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

প্রতিবেদনঃ মিল্লাত হোসেন,কিশোরগঞ্জ,নীলফামারী।

তাং ০৩-০৫-২০২৫

সর্বশেষ - রংপুর