সুনামগঞ্জের প্রথমবারের মতো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি দিয়ে বিভিন্ন খাদ্যপণ্যের মান পরীক্ষা করণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকায় বিভিন্ন দোকান থেকে মসলা ও সবজির গুণগত মান ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।
মরিচ, হলুদ সহ শাকসবজি প্রাথমিক ভাবে পরীক্ষা করে কোন ভেজাল পাওয়া যায়নি। এ সময় সুনামগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন জানান, খাদ্যের গুণগত মান ও খাদ্যেপণ্য ভেজাল আছে কিনা সেটি ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার অভিযান চলছে। সপ্তাহে একদিন এই অভিযান চলমান থাকবে।ভেজাল পাওয়া গেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর সহকারী পরিচালক আল আমিন, ভ্রাম্যমাণ ল্যাবরেটরির ল্যাব টেকনিশিয়ান ফারজানা খানম।