বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

বদরগঞ্জে বিদ্যালয়ে ঝুলছে তালা খোলা আকাশের নিচে পাঠদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ

রংপুরের বদরগঞ্জে পানারহাট ঘিন্নই উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী।

(২৭ আগস্ট) মঙ্গলবার অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ঢুকতে না পেরে খোলা আকাশের নিচে পাঠদান কর্মসূচি পরিচালনা করে। একই দিন অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও তারা শ্রেণি কক্ষে ঢুকতে পারেনি। তাই উপস্থিত শিক্ষকরা খোলা আকাশের নিচে পাঠদান কর্মসূচি পরিচালনা করতে বাধ্য হন।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ, হায়দার আলী ও রাজা মিয়া জানান, এলাকাবাসী প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে গত রোববার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। অথচ প্রতিষ্ঠান প্রধান এই সমস্যার সমাধান না করে তিনি কয়েকদিন ধরে আত্মগোপন করে আছেন। অবস্থার দৃষ্টে মনে হয় তার কোন দায়বদ্ধতা নেই, চাকুরী শুধু আমরাই করছি।

এ সময় তালা ঝুলানো বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত থাকতে দেখা গেছে, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, মোফাখখারুল ইসলাম, শফিকুল ইসলাম, বেলাল মিয়া, খুদিরাম কেরকাটা, মোর্শেদা খাতুন, মর্জিনা খাতুন ও তোফাজ্জল হোসেন (চতুর্থ শ্রেণির কর্মচারী)।

এ সময় পাঠদানরত অষ্টম শ্রেণির ছাত্রী খালেদা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা জানায়, আমরা শুনেছি হেড স্যার দুর্নীতি করার কারণে এলাকাবাসী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়ক বুলবুল আহমেদ, লোহানীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুল হক, শিক্ষার্থী অভিভাবক আব্দুল হালিম, সমন্বয়ক তাহারুল ইসলাম, হাসান আলী বলেন,প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ ও তার সহযোগিতাকারী সহকারী শিক্ষক রেখাবুল ইসলাম দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন।

তাই আমরা ওই দুর্নীতিবাজদের অবিলম্বে পদত্যাগসহ তাদের যথাযথ শাস্তি কামনা করছি।

এ বিষয়ে বদরগঞ্জ ইউএনও নাজির হোসেন বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

সর্বশেষ - রংপুর