মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

শরণখোলায় আমনের বাম্পার ফলন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

১ নভেম্বর থেকে বাঙ্গালীর ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে এ বছর কৃষকের ঘরে ঘরে আনন্দ বইছে। আগামী এক সপ্তাহ পরে বাগেরহাটের শরণখোলায় আমন ধান কাটা শুরু হবে। প্রতি বিঘা জমিতে ১৫/২০ মন ধান উৎপাদন হবে বলে ধারনা করা হচ্ছে। এ বছর আমনের বাম্পার ফলন হওয়ায় ও বাজার দর ভালো থাকায় কৃষকরা লাভবান হবে বলে তারা আশা করেছেন।

সরেজমিন ঘুরে কৃষকের সাথে কথা বলে ও উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, আমন মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়নে ৯ হাজার ৩’শ ১০ হেক্টর জমিতে আমন সহ বিভিন্ন জাতের ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৮০ হেক্টর, উফশি ৫হাজার ৪’শ ২০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩ হাজার ৮’শ ১০ হেক্টর জমিতে আমন ফসল উৎপাদন করেছেন কৃষকরা। মাঠ জুড়ে সোনালী ফসলের সমারোহে চারিদিকে মৌ মৌ গন্ধ। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফসল হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। আগামী সপ্তাহে মাঠে মাঠে কর্তন শুরু হবে উচ্চ ফলনশীল জাতের ব্রি-১১, ব্রি-৪৯, ব্রি-৫২, ব্রি-৭৫, বিআর-২৩, বিআর-১১ সহ একাধিক প্রজাতির আমন।

উপজেলার সাউথখালী ইউনিয়নের কৃষক আবু হানিফ, সালেক মোল্লা, রায়েন্দা ইউনিয়নের নাসির জোমাদ্দার, ধানসাগর ইউনিয়নের ইউসুফ জোমাদ্দার ও খোন্তাকাটা রইইউনিয়নের আবুল হোসেন ও কালাম মোল্লা বলেন, কৃষি অফিসের পরামর্শ ও প্রশিক্ষণের ফলে এ বছর ফলন ভালো হয়েছে। আর কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে। ধানের বাজার দর ভালো থাকায় খরচ বাদে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।

এ বিষয়ে শরণখোলা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম বলেন, অন্য সব বছরের চেয়ে এ বছর আমনের ফলন খুব ভালো হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দূর্যোগ ও রোগ বালাই না থাকায় কৃষকরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবে। এ বছর কৃষি অফিস থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের যথাযথ প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়েছে।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এ বছর শরণখোলা উপজেলায় ৯ হাজার ৩’শ ১০ হেক্টর জমিতে আমন সহ বিভিন্ন জাতের ধানের চাষাবাদ করা হয়েছে। বড় ধরণের কোনো দূর্যোগ না থাকায় ৪টি ইউনিয়নেই এ বছর বাম্পার ফলন হয়েছে। তবে আমন ধান কাটা এক সপ্তাহ পরে শুরু হবে বলে তিনি জানান।

প্রতিবেদনঃ নইন আবু নাঈম তালুকদার শরণখোলা,বাগেরহাট, খুলনা।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত