হাসান আল সাকিব : রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহার নেতৃত্বে বিএনপির বিভাগীয় সমাবেশ ও শোভা যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শাপলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
এসময় ছাত্রদল নেতা শরীফ নেওয়াজ জোহা বলেন, আমরা বিশ্বাস করি এদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে এদেশের নিপীড়িত মানুষের হাল ধরবেন। তার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। পাশাপাশি গণমানুষকে তাদের অধিকার থেকে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল এবং গুম, খুন, হামলা ও নির্যাতনে জর্জরিত করেছিল তাদেরও বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবি জানাই।
জোহা আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণমানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই নিরাপদ ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে।’
শোভাযাত্রায় রংপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।