রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

ঢাকা মেডিকেলে থেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নাক কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্না (৩০) নামে এক ভুয়া নারী চিকিৎসকে আটক করেছে। আনসার সদস্যরা।রবিবার (১৭) নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে ঢামেক হাসপাতাল থেকে আটক করা হয় তাকে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার পিসি মিজানুর রহমান জানান , আজ সকালের দিকে আমাদের টহল টিমের আনসার সদস্য ফরিদা পারভিন , ইমরান,এপিসি ইলিয়াস আহমেদ, এপিসি ফজলুর রহমান, শরীয়ত ও আশরাফুল প্রতিদিনের মতো নিয়মিত টহল দিচ্ছিল।এ সময় পুরাতন ভবনের তৃতীয় তলায় একজন মেডিকেল শিক্ষার্থী জানায় তার নামের সাথে সঙ্গতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের এপ্রোন পড়ে ঘোরাফেরা করছিল। বিষয়টি সন্দেহ হলে আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখান। কিন্তু ঢাকা মেডিকেলের কোন চিকিৎসক তাকে চেনেন না বলে জানান।

পরে আনসার সদস্যরা বিষয়টি তাদের প্লাটুন কমান্ডার পিসি মিজানুর রহমানকে জানালে তিনি অন্যান্য আনসার সদস্যদের সহযোগিতায় অভিযুক্ত ওই নারীকে প্রশাসনিক ভবনে হাসপাতালের পরিচালক এবং উপ-পরিচালকের কাছে নিয়ে আসেন। পরে হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শ মতে অভিযুক্ত ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুকের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী নুর আলম জানান, আমি কিশোরগঞ্জের মিঠামইন এলাকা থেকে ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগে ভর্তি হই। আমার মুখের ভিতর একটি টিউমার হয়েছে সেটি অপারেশনের কথা বলে এই ভুয়া নারী চিকিৎসক গত বুধবার আমার কাছ থেকে ২৮ হাজার টাকা নেয় এবং আজকে ২ হাজার টাকা নেওয়ার সময় অন্য চিকিৎসক তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে। পরে শাহবাগ থানা পুলিশ এসে ওই নারী চিকিৎসককে শাহবাগ থানায় নিয়ে আসে। বর্তমানে আমরা শাহবাগ থানায় আছি।

অভিযুক্ত ভুয়া নারী চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা জানান, নরসিংদীর মনোহরদী সদরের আরওয়াদিয়া গ্রামের  আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া থাকে।

আপনি কেন ঢাকা মেডিকেলে এসেছেন এর জবাবে অভিযুক্ত ওই ভুয়া নারী চিকিৎসক জানান তিনি তার পূর্ব পরিচিত এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে এসেছেন।

তাকে এই প্রতিবেদক  জিজ্ঞাসা করেন, আপনি তাহলে চিকিৎসকের এপ্রোনটি কেন পড়েছেন। জবাবে তিনি জানান আমি একটি ভুল করেছি ভবিষ্যতে আর এ কাজ করব না। তাকে বলা হয় এপ্রোন কি আপনি কোথায় পেলেন। এর উত্তরে ওই ভুয়া নারী চিকিৎসক জানান এটি আমি একটি টেইলার্সের দোকান থেকে বানিয়েছি। আমার ভুল হয়েছে আমি জীবনে আর এ ধরনের অপরাধ করব না।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পরিদর্শক ফারুক বলেন,ইতিমধ্যেই আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। পরে শাবাগের থানা পুলিশের একটি গাড়ি আসলে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

সুইস ব্যাংকে রাখা অবৈধ অর্থ ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে আহত আরিফের পাশে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার, জরিমানা আদায়

রাজশাহীতে সাবেক মেয়র লিটনসহ ৪৪১ জনের নামে মামলা

ক্যানসার হয়েছে, চিকিৎসার জন্য টাকা লাগবে’, অনুদানের কোটি টাকা দিয়ে বাড়ি কিনলেন তরুণ!

গোলাম আকবর খন্দোকারকে অবাঞ্চিত ঘোষণা করল রাউজান বিনএনপির নেতা-কর্মীরা!

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পঞ্চগড়ে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল, হামলা, মামলা ও দুর্নীতির অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভ ও মানববন্ধন

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুুপের অফিসে হামলার ঘটনায় দুর্বৃত্তদের শাস্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন