শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

গোলাম আকবর খন্দোকারকে অবাঞ্চিত ঘোষণা করল রাউজান বিনএনপির নেতা-কর্মীরা!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৭, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দোকারের বিরুদ্ধে রাউজানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা।

শনিবার (১৭ আগস্ট) বিকালে রাউজান মুন্সিরঘাটাস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। গোলাম আকবর খোন্দকারকে আওয়ামীলীগের দালাল বলে স্লোগান ধরেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অতিক্রম করে উপজেলা সড়ক হয়ে রাউজান পৌরসভা কার্যালয়ের সামনে ঘুরে ফকির হাট বাজার, রাউজান থানা এলাকা ঘুরে জলিল নগরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, ‘আমরা দলালমুক্ত রাউজান চাই।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে অবাঞ্চিত ঘোষণা করে তিনি আরও বলেন, গোলাম আকবর খোন্দকারকে রাউজানের মাটিতে আসতে দেবো না। এই রাউজান যাতে কলঙ্কিত না হয়। কেউ যদি চাঁদাবাজি, লুটপাট করতে চাই তাদের প্রশাসনের নিকট তুলে দিবেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা রাউজানে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো সন্ত্রাস থাকবে না। সবাই শান্তিতে বসবাস করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। গোলাম আকবরের গ্রুপ আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। মিরেশ্বরাইয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতার বাসায় ধরা খেয়েছে, গণধোলাই দিয়েছে।’

বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ বিন আমান রানা, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান, যুবদল নেতা নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমন, যুবদল নেতা সাজ্জাদ, যুবদল নেতা মঞ্জুরুল আলম, যুবদল নেতা আব্দুস শুক্কুর, আনোয়ার হোসেন বাচলু, নুরুল ইসলাম, হাসান বাহাদুর, আরিফুল ইসলাম, পারভেজ, যুবদল নিজাম উদ্দিন সুজন, শাহ আলম, রিমন চৌধুরী বাপ্পা, আব্দুল খালেক, আনোয়ার হোসেন বাচলু, ছাত্রদল সুজন, মো. রোমান, প্রবাসী নেতা রুবেল, জাবেদ, হাফেজুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট তার মিরসরাইস্থ গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন, এমন খবর ছিল বিএনপি নেতা-কর্মীদের কাছে।

শনিবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করতে ওই বাড়ি যান গোলাম আকবর খন্দকার। এ খবর শুনে মিরসরাইয়ে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। ।

সর্বশেষ - রংপুর