ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুুপের দৈনিক কালের কণ্ঠ,বাংলাদেশ প্রতিদিন,নিউজ ২৪ ফোর ও দৈনিক সান পত্রিকাসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের অফিসে ঢুকে হামলা, ভাংচুর ও সংবাদকর্মী হত্যার ঘটনায় জড়িত সকল দুর্বৃত্তদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জের সাংবাদিক ও পেশাজীবি সমাজের ব্যানারে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়,জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক মোঃ শাহাব উদ্দিন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ,দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক প্রকাশক সেলিম আহমদ তালুকদার, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র,দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামে সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি ঝুনু চৌধুরী,বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের প্রতিনিধি মাছুম হেলাল,চ্যানেল আইয়ের প্রতিনিধি এড. একে মহিম,কালের কণ্ঠের প্রতিনিধি শামস শামীম, মহসিন রেজা মানিক,মোঃ আমিনুল হক,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামে সাধারন সম্পাদক মোঃ ফরিদ মিয়া,দেওয়ান তছদ্দুক রাজা ইমন,আর টিভির প্রতিনিধি শহীদ নুর আহমদ,জাহাঙ্গীর আলম ভূইয়া,এড. আব্দুল কাইয়ূম,বৈশাখী টিভির প্রতিনিধি কর্ণ বাবু দাস,আব্দুল বাছিত,মোশাহিদ আহমদ,মোঃ নুর প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, স্বাধীন দেশে স্বাধীন গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের উপর এমন নগ্ন হামলা কোন সভ্য দেশে হতে পারে না। ১৯৭১ সালে ত্রিশলাখ শহীদ আর দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এবং সাম্প্রতিক সময়ে গত ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনটাকে ও দেশের মানুষ আরেকটি বিপ্লব ও স্বাধীনতা অর্জন বলা হয়। দেশ গঠন ও উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের অবদানটাকে ছোট করে দেখার সুযোগ নেই। সম্প্রতি আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের শীর্ষ মিডিয়াগুলোর অফিসে একদল দুর্বৃত্তরা ঢুকে গিয়ে অফিস ভাংচুর করে সংবাদকর্মীদের উপর হামলা হত্যা করা হয়েছে। অবিলম্বে ঐ সমস্ত হামলাকারীরা যে বা যারাই হোক তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এসে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান।