বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

শরণখোলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

বাগেরহাটে শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও শরণখোলা সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন মুহাইমিন যৌথ ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধের ফার্মেসী ও বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসপাতালের সম্মুখে বিভিন্ন ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা বাজারের ঔষধের ফার্মেসীর মালিকরা ডাক্তারদের স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ও ভ্যাজাল ঔষধ বিক্রি করছে এমন গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনি, পুলিশ ও জেলা ঔষধ প্রশাসনের সমন¦য় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে থাকা বিভিন্ন ফার্মেসী ও রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান সহ মোট ১১ টি প্রতিষ্ঠান কে ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ, ট্রেড লাইসেন্স না থাকায় ঔষধ ও পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদের কে অর্থ দন্ডে দন্ডিত করা হয়। এ ছাড়া ভবিষ্যতে আর এ ধরনের অপরাধে জড়িত হবেন না মর্মে মুসলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের তত্তাবধায়ক দোলেনা খানম।

প্রতিবেদনঃ নইন আবু নাঈম তালুকদার,শরণখোলা,বাগেরহাট, খুলনা।

সর্বশেষ - রংপুর