বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

বাংলাদেশ আর ভারত সম্পর্ক হবে চোখে চোখ রেখে – হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

এখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চোখে চোখ রেখে হবে জানিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে স্বৈরাচার সরকার যে সম্পর্ক রাখতো তা হলো দয়া করার মতো। আগামীর বাংলাদেশে ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের পাবলিক হলে আয়োজিত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র নাগরিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় হাসনাত বলেন, যখন ভাঙার সময় আসে তখন আমরা এক হয়ে যাই। যেমন ১৯৪৭ সালে দেশভাগের সময়, একাত্তরের যুদ্ধে, নব্বইয়ের অভ্যুত্থানে কিংবা ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমরা সবাই এক হয়ে লড়েছিলাম। এ সময় আমরা কাউকে জিজ্ঞেস করিনি কে সরকারি চাকরি করে, কে করে না, কে বিসিএস ক্যাডার কে ক্যাডার না।।

এভাবে পৃথিবীর সবকিছুতেই ভাঙার সময় এক হয় মানুষ, কিন্তু যখন গড়ার সময় আসে তখন বিভাজন সৃষ্টি হয়।

২০২৪ এর গণঅভ্যুত্থানে ৫ আগস্টের আগ পর্যন্ত আমাদের মাঝে কোনো বিভেদ ছিল না। যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের সময় এসেছে তখনই বিভাজন তৈরি করছি। এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও উৎ পেতে আছে। সুযোগ পেলেই তারা বহু জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার ওপর আঘাত হানতে পারে।

এমন অবস্থায় জুলাই-আগস্টে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, তেমনই থাকতে হবে। জনগণের অধিকার রক্ষায় সবাইকে সার্বক্ষণিক সজাগ থাকারও তিনি আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিস্টদের সরাতে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তারা তো কোনো পদ-পদবি চাননি। আন্দোলন শেষে আমরা যখন রাষ্ট্র ও সরকার মেরামতের কাজে হাত দিয়েছি, তখন অনেকেই পদ-পদবির জন্য উঠে পড়ে লেগেছেন।

উক্ত মতবিনিময সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, কক্সবাজারের সমন্বয়ক শাহেদ ওয়াহেদ, শাহেদ মাহমুদ লাদেস, সাহাব উদ্দিন চৌধুরী, ফাহমিদা হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শরণখোলায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট চাকরি গেলেও সমস্যা নেই: উর্মি

অবশেষে জলবায়ু তহবিলে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন 

ঢাকায় আসছেন ডোনাল্ড লু

নিখোঁজ মেয়ে ও নাতীর সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধ বাবা-মা

কিশোরগঞ্জে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে দুলু’র মনোনয়ন ফরম সংগ্রহ

ভিন্ন ধর্মের হলেও প্রতিবছর ইফতার আয়োজন করেন বিদ্যা সিনহা মিম

সন্তানকে নিয়ে বুবলীর পোস্ট, অপু বললেন ‘আদিখ্যেতা’!

এডব্লিউসি এর উদ্যোগে বৈজ্ঞানিক স্বাস্থ্য সেমিনার