শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের নিরাপত্তার দাবিতে অনিদিষ্ট কালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৩১, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

নীলফামারীর কিশোরগঞ্জে একটি স্বার্থান্বেষী মহল কতিপয় শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের অপমান,পদত্যাগের অব্যাহত চেষ্টা ও সহকারী শিক্ষকগণকে লাঞ্ছিত এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে উপজেলা পর্যায়ে সকল মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।শনিবার বিকেলে এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ আলোচনা সভায় ৬৯টি প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণের সর্বসম্মতি ক্রমে অনির্দিষ্টকালের জন্য সকল স্কুল,কলেজ,মাদরাসা বন্ধ ঘোষনা করা হয়।কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্বে এসময় মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুল ইসলাম এ ঘোষণা দেন।সভায় তিনি লিখিত বক্তব্যে জানান,একটি স্বার্থান্বেষী মহল কতিপয় শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের অনৈতিকভাবে পদত্যাগ ও সহকারী শিক্ষকগণকে লাঞ্ছিত করার চেষ্টার প্রতিবাদে গত ২৭ আগষ্ট মাধ্যমিক বিদ্যালয়,স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের উদ্যোগে মানববন্দন,বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এ নিয়ে সংশিষ্ট কতৃপক্ষ তেমন কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠান প্রধানগণকে অপমান,লাঞ্ছনা ও পদত্যাগে বাধ্য করার অপচেষ্টা চালিয়ে যাওয়াসহ নিরাপত্তাহীনতা ভুগছে।এ অবস্থায় যতদিন শিক্ষকগণের নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততদিন এ আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ - রংপুর