বিগত বছরগুলোকে ছাপিয়ে এবার নীলফামারীর কিশোরগঞ্জে আবহমান বাংলার কৃষ্টি,ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে ধারণ করে জমকালো ও বর্ণিল আয়োজনে বাঙালির সর্বজনীন উৎসব বর্ষবরণ তথা পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা,বাঙালির কৃষ্টি,লোকজ ঐতিহ্যের মেলা ও লোকজ সংস্কৃতির আয়োজন করেন। জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের কার্যক্রম শুরু হয়।পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল বহরের শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় গ্রাম বাংলার প্রাচীণ ঐতিহ্য ঘোড়া-গরুর গাড়ি,গরুর হাল,লাঙল,চোয়াল,মই পালকি,বর-কনে,বাদ্য ও কসরতের তালে তালে লাঠি খেলা, হুকা,কৃষাণ-কৃষাণি,কৃষকের মাথার ঝাপি,এক তালার বাজনা বাদক, একতার,জাল-জালুয়া,মাছ ধরার খোঁচা,পাকজাল,জলঙ্গাসহ আরো নানা ঐতিহ্যের বিপুল সমাহার নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লোকজ মেলা ও লোকজ সংস্কৃতির অঙ্গনে মিলিত হয়।ইউএনও মৌসুমী হকের নেতৃত্বে এতে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ মেতে উঠেন প্রাণের উৎসব বর্ষবরণে। সব মিলিয়ে এ যেন এক সর্বজনীন উৎসবের মিলন মেলা।
প্রতিবেদনঃ আনোয়ার হোসেন