শনিবার , ৩ মে ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

সুন্দরবনে চোরা শিকারিদের ফাঁদ ভেস্তে দিল বন বিভাগ: ট্রলারসহ জব্দ ফাঁস ও বরফ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৩, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

বাগেরহাটের শরণখোলা উপজেলার জ্ঞানপাড়া এলাকায় চোরা শিকারিদের ফেলে যাওয়া একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সফলতা অর্জন করেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা একটি ইঞ্জিনচালিত ট্রলার, হরিণ ধরার ফাঁদ ও বরফ ফেলে বনের গহীনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ৬ বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং ট্রলারটি জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, দুষ্কৃতকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ফাঁদ ও ট্রলারের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

তিনি আরও বলেন, “বন, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় আমরা সর্বদা সজাগ। চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সুন্দরবনে হরিণ শিকারের ঘটনা এখন নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন বিভাগের জন্য। শিকারিরা বিভিন্নভাবে ফাঁদ পেতে হরিণ শিকার করে এবং মাংস পাচার করে থাকে। তবে এ ধরনের ধারাবাহিক অভিযান চোরা শিকারিদের দমন এবং সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদনঃ নইন আবু নাঈম তালুকদার,শরণখোলা,বাগেরহাট, খুলনা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

বিইউএফটি’তে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

চার দাবিতে শাহবাগ অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের

অবশেষে জলবায়ু তহবিলে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো

হানাদারী শাসন ও হত্যাকাণ্ড একই আদর্শের প্রতিফলন

সচল হয়েছে ফুলবাড়ী থানা পুলিশের কার্যক্রম, স্বস্তি ফিরেছে জনমনে

সীমান্ত দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী গ্রেপ্তার

যে ৬ দেশে চালু হচ্ছে গুগল এআই ওভারভিউ সুবিধা

বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে কারা

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি