মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

কিশোরগঞ্জে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে দুলু’র মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিভিন্ন পদের মনোনয়ন ফরম বিক্রয় করা হয়েছে। সোমবার (২১এপ্রিল) বিকেলে মুন্সিপাড়া-কলেজ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ফ্যাসিবাদ মুক্ত উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রয় করা হয়। এসময় উপজেলা শাখার যুবদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নজরুল ইসলাম দুলু। ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন,নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে,এম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ। সরেজমিনে দেখা গেছে, এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করতে সকাল থেকে দলীয় কার্যালয়ে হাজারো নেতা-কর্মী ভিড় জমায়। তাদের পদচারণায় আশপাশ মুখরিত হয়ে উঠে। আাগামী ২৬ এপ্রিল কিশোরগঞ্জ সরকারি কলেজ মাঠের সম্মেলনকে ঘিরে সাজসাজরব ও নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। মাঠ পর্যায়ে জানা গেছে,ক্লিন ইমেজের মজলুম জন নেতা নজরুল ইসলাম দুলু,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ গড়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক,দলের দুর্দিনের কান্ডারী ও ছাত্র-যুবদলের গুরুত্বপূর্ণ একাধিক পদে আসিন থেকে দলীয় নানা কার্যক্রম সততা ও নিষ্ঠার সাথে গুরু দায়িত্ব পালন করে আসতেছেন। এজন্য তার প্রতি দলীয় ভোটারদের রয়েছে অকুন্ঠ সমর্থন।জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী বলে জানান।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত