শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা, ফের ট্রলের শিকার লুবাবা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

বর্তমান সময়ের সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে এমন কেউ নেই যিনি সিমরিন লুবাবা নামের সাথে পরিচিত নন। কারণ সোশ্যাল মিডিয়ার নিউজফিডে হুটহাট ভেসে আসে সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে অনেক সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়।

সিমরিন লুবাবা সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিকমাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছিল। এরপর লুবাবা ন্যাটিজেনদের কাছে ট্রলের শিকার হন। ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল লুবাবা।

এর প্রেক্ষিতে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে উচ্চারণ করেন ‘হাউন আংকেল’। এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা। অনেকেই তখন থেকে হারুন নামধারী ব্যাক্তিদের হাউন আংকেল বলে ডাকা শুরু করেন।

আবার আগের রূপে দর্শকমহলের সামনে আসলেন এই শিশুশিল্পী সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশ কিছু ছবি হাজার মাইল দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে।

হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি ২১ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন লুবাবা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?’।

ভিডিওতে দেখা যায়, হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছে। এতে  হানিয়ার হাসিমুখের ছবির সাথে মিল রেখে লুবাবা নিজের হাসিমুখের ছবি যুক্ত করেছে।

তার এই ভিডিও দেখে নেটিজেনরা কমেন্ট বক্সে আলোচনার থেকে সমালোচনা করেছেন বেশি। আর তাতেই লুবাবা কমেন্টে লিখেছেন “মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করুন। তবে অশ্লীল মন্তব্য করে নিজের কুৎসিত মানসিকতার পরিচয় না দেওয়াই ভালো।”

মন্তব্যকারীদের মধ্যে একজন বলেন, ‘লুবাবা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর।এমনিতে হানিয়া আমিরের সাথে মেলে, তবে লুবাবার হানিয়ার মতো ডিম্পল আর ব্রেইন নাই।’

দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে লুবাবা।নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। তবে হরহামেশাই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা ট্রল করে থাকেন।

শিশুদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা বিকাশে বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি ভেবে অনেকেই বলেন তার সাথে এভাবে ট্রল করার বিষয়টি মোটেও ঠিক হচ্ছে না।

সর্বশেষ - রংপুর