নীলফামারীর কিশোরগঞ্জে কাজে সন্ধানে এসে সারদ বাবু(৩৮)নামে এক জাত সুইপারের আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বড়ডুমরিয়া গ্রামের বাসিন্দা আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত্যু সারদ বাবু একই জেলার সৈয়দপুর অফিসার কলোনির বাসিন্দা বাবু লালের ছেলে। সরেজমিন সুত্রে জানা যায়,সারদ তার মামাতো ভাই মাহাবিরের সাথে মঙ্গলবার সকালে সৈয়দপুর থেকে কাজে সন্ধানে বড়ভিটায় যান।এসময় আবুল হোসেনের টয়লেট সংস্কার বাবদ ৬০০টাকা চুক্তি নেয়।পরে মাহাবির টয়লেটের গর্ত খনন শুরু করেন। সারদ আবুল হোসেনের উঠোনে বসে থাকা অবস্থায় মাটিতে হুমড়ি খেয়ে পড়েন।এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক কাজে এসে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
প্রতিবেদনঃ আনোয়ার হোসেন