পূর্ব সুন্দরবনের জেলে, বাওয়ালি ও পর্যটকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের উদ্যোগে আলোর কোল টহল ফাঁড়িতে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পের মাধ্যমে সুন্দরবনে আসা পর্যটক, স্থানীয় জেলে ও বনজীবীদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি ওষুধ সরবরাহ করা হয়। সুন্দরবনের গভীরে থাকা এসব মানুষের স্বাস্থ্যসেবা সাধারণত সীমিত থাকায় এই ক্যাম্প তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব ও আলোর কোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমূখ।
প্রতিবেদনঃ নইন আবু নাঈম তালুকদার,শরণখোলা, বাগেরহাট, খুলনা।