তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে পতিত আওয়ামী সরকার ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারেনি। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর মাথা উঁচু করে কথা বলছে বলবে। তিস্তা নদীর পারে এসে এমনই মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তিস্তা রেল সেতু এলাকায় তিস্তা নদী নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা। এরমধ্যে একজন আসিফ মাহমুদ ভূইয়া বলেন , অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। তিস্তা চুক্তি বাস্তবায়ন এবং পানির হিস্যা আদায়ের ক্ষেত্রে এবার ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে।
অভ্যুথানে পতিত ফ্যাসিবাদী সরকার ভারতকে শুধু ছবি তোলার সুযোগ দিয়েছে, কিন্তু তিস্তার ব্যাপারে কখনো মুখ খুলেনি।তিনি আরও বলেন, উত্তরবঙ্গের যোগাযোগব্যবস্থায় উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ দেওয়া এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল ইসলাম, নদী গবেষক নজরুল ইসলাম হক্কানী প্রমুখ।
প্রতিবেদনঃ লাতিফুল আজম, কিশোরগঞ্জ, নীলফামারী।