গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে জনমহলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সেমিনার কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানলেও রাজনৈতিক নেতাদের প্রভাব ও দালালচক্রের কারণে তারা আস্থাহীনতায় ভোগেন। এই আস্থাহীনতা দূর করতে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যক্তিদের মাধ্যমে প্রচার প্রচারণার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল কাদের সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়ন করছে। বাস্তবায়নে সহায়তা করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
সভা সঞ্চালনা করেন ইএসডিওর জেলা ম্যানেজার রুবি আক্তার। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনঃ স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড়।