নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানের ইঞ্জিন যান্ত্রিক ত্রুটির কবলে পড়েন। এতে ত্রুটি সারিয়ে দেড় ঘন্টা পরে বিমান আকাশে উড্ডয়ন করেন।
শনিবার( ১৭ আগস্ট) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কতৃপক্ষ সূত্রে জানা যায়, সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে আবার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য উড্ডয়ন করার সময়ে ইঞ্জিন চালু করলে ত্রুটি দেখা যায়। পরে বিমানটির ইঞ্জিনের ত্রুটি সারিয়ে দেড় ঘন্টা পড়ে ঢাকার উদ্দেশ্য আকাশে উড্ডয়ন করেন।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বিমানে বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য উড্ডয়ন করার সময়ে ইঞ্জিন ত্রুটির কবলে পড়েন। অ্যাভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের সহায়তা ত্রুটি সারিয়ে দেড় ঘন্টা পরে বিমানটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছেন। এখন বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।