শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

সৈয়দপুরে উড্ডয়নের আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, দেড় ঘন্টা পর গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৭, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানের ইঞ্জিন যান্ত্রিক ত্রুটির কবলে পড়েন। এতে ত্রুটি সারিয়ে দেড় ঘন্টা পরে বিমান আকাশে উড্ডয়ন করেন।
শনিবার( ১৭ আগস্ট) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কতৃপক্ষ সূত্রে জানা যায়, সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে আবার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য উড্ডয়ন করার সময়ে ইঞ্জিন চালু করলে ত্রুটি দেখা যায়। পরে বিমানটির ইঞ্জিনের ত্রুটি সারিয়ে দেড় ঘন্টা পড়ে ঢাকার উদ্দেশ্য আকাশে উড্ডয়ন করেন।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বিমানে বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য উড্ডয়ন করার সময়ে ইঞ্জিন ত্রুটির কবলে পড়েন। অ্যাভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের সহায়তা ত্রুটি সারিয়ে দেড় ঘন্টা পরে বিমানটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছেন। এখন বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - রংপুর