নীলফামারীর কিশোরগঞ্জে খালিদ বিন লিসাদ হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে স্থানীয় স্টেডিয়ামের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে লিসাদ হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবী তুলে বক্তব্য রাখেন, নিহত লিসাদের বড় ভাই মিনু মিয়া, প্রতিবেশী রুপম সরকার,সুজা, নিহতের স্কুল শিক্ষক আখতারুজ্জামান বাদল,সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,ছাত্র জনতা আন্দোলনের প্রতিনিধি এস এম মোতালেব হোসেন, শিবলী সাদিক ও এবি মালেক প্রমুখ।
নিহত লিসাদ মুশা পাকার মাথা সফি মিয়াপাড়া এলাকার মবেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে কিশোরগঞ্জ ডিগ্রী কলেজে ভর্তি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার সকালে নিতাই ইউনিয়নের সাইফোন এলাকার চাড়াল কাটা নদীতে তার মরদেহ পাওয়া যায়। শিক্ষার্থী লিসাদকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে। লিসাদ খুব ভালো ও মেধাবী শিক্ষার্থী ছিলো। সে কখনোই কোন খারাপ কাজের সাথে জড়িত ছিলো না। তাকে কারা হত্যা করেছে আমরা তাদের দ্রুত বিচার চাই। লিসাদের মরদেহ উদ্ধারের তিনদিন হলেও পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ এবিষয়ে কিছু কাজ করছে না। আমরা লিসাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে লিসাদ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে আমরা আরও বড় কর্মসূচী নিব । এসময়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন,এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রতিবেদনঃ লাতিফুল আজম
কিশোরগঞ্জ, নীলফামারী।