কক্সবাজারের রামুতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এসময় রিদওয়ান (১৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) এই অভিযান চালানো হয়। আজ বুধবার (২১ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। আটক রিদওয়ান উখিয়ার মরিচ্যার বক্তাতলীর ছালেহ আহমদের ছেলে।
বিজিবি জানায়, রামু মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি টহলদল কর্তৃক চেকপোষ্ট হতে ৪০০ মিটার দক্ষিণ দিকে ব্রীজের উপর একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়।
এসময় চালক মো. রিদওয়ানকে সন্দেহ করা হলে তাঁর কাছে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে। পরবর্তীতে তল্লাশী করে তার পায়ের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
আটক আসামীকে ক্রিষ্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।