মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

কিশোরগঞ্জ উপজেলার সকল শিশুকে ক্ষুধা ও অপুষ্টি মুক্তকরণে বিশেষ অনুষ্ঠান 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সকল শিশুকে ক্ষুধা ও অপুষ্টি মুক্ত করণে বিশেষ অনুষ্ঠান করা হয়েছে। পাশাপাশি এইচ,পি,ভি টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য পুরণে সফলতা উদযাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ওই ২অনুষ্ঠান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.নীল রতন দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা.হাসিবুর রহমান।আরো উপস্থিত ছিলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.তানজিমুল হক মিল্লাত,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ- জামান সরকার,সিনিয়র ম্যানেজার নীলফামারীর এসিও অনুকূল বর্মন,এপি ম্যানেজার সাগর ডি’ কস্তা,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টাসহ স্বাস্থ্য সহকারী (এইচ,এ)প্রমুখ।এসময় এইচ,পি,ভি টিকা ক্যাম্পেইনের লক্ষ্য পুরণে সফলতা অর্জন করায় এপিআই ও স্বাস্থ্য সহকারীদের ধন্যবাদ জ্ঞাপন শেষে তাদের মাঝে সম্মামনা স্মরক প্রদান করা হয়। পাশাপাশি কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কতৃক উপজেলার সকল শিশুকে ক্ষুধা ও অপুষ্টি মুক্ত করণের নানা দিক তুলে ধরে আলোকপাত করা হয়।উপস্থিত ব্যক্তিবর্গ শিশুকে ক্ষুধা ও অপুষ্টি মুক্ত করণে ওয়ার্ল্ড ভিশনের ভূয়সি প্রশংসা করেন এবং সমন্বিত প্রচেষ্টায় এ কার্যক্রম আরো বেগবান করার পূর্ণপ্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

প্রতিবেদনঃ আনোয়ার হোসেন

সর্বশেষ - বিনোদন