নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সকল শিশুকে ক্ষুধা ও অপুষ্টি মুক্ত করণে বিশেষ অনুষ্ঠান করা হয়েছে। পাশাপাশি এইচ,পি,ভি টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য পুরণে সফলতা উদযাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ওই ২অনুষ্ঠান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.নীল রতন দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা.হাসিবুর রহমান।আরো উপস্থিত ছিলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.তানজিমুল হক মিল্লাত,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ- জামান সরকার,সিনিয়র ম্যানেজার নীলফামারীর এসিও অনুকূল বর্মন,এপি ম্যানেজার সাগর ডি’ কস্তা,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টাসহ স্বাস্থ্য সহকারী (এইচ,এ)প্রমুখ।এসময় এইচ,পি,ভি টিকা ক্যাম্পেইনের লক্ষ্য পুরণে সফলতা অর্জন করায় এপিআই ও স্বাস্থ্য সহকারীদের ধন্যবাদ জ্ঞাপন শেষে তাদের মাঝে সম্মামনা স্মরক প্রদান করা হয়। পাশাপাশি কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কতৃক উপজেলার সকল শিশুকে ক্ষুধা ও অপুষ্টি মুক্ত করণের নানা দিক তুলে ধরে আলোকপাত করা হয়।উপস্থিত ব্যক্তিবর্গ শিশুকে ক্ষুধা ও অপুষ্টি মুক্ত করণে ওয়ার্ল্ড ভিশনের ভূয়সি প্রশংসা করেন এবং সমন্বিত প্রচেষ্টায় এ কার্যক্রম আরো বেগবান করার পূর্ণপ্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রতিবেদনঃ আনোয়ার হোসেন