কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারনে ১২ দিনপর আজ বুধবার ( ২০ নভেম্বর,) সকাল থেকে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ’র চিলমারীর ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
এ রুটে ফেরি বন্ধের টানা ১২ দিন পর খননে নাব্যতা ফিরিয়ে আনায় এবং রুটের বিভিন্ন স্থানে মার্কিংয়ের কাজ শেষ হওয়ায় আবারো চালু হচ্ছে ফেরি। ইতিমধ্যে পণ্যবাহী যানবাহন গুলো আসতে শুরু করেছে। ভুরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর থেকে আসা চালক আশরাফুল ইসলাম বলেন ফেরি চলবে শুনে পণ্যবাহী ট্রাক নিয়ে আসলাম। আশা করি আর ফেরি বন্ধ হবে না। বিআইডব্লিউটিসি সুত্রে জানাযায়, গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে চিলমারী-রৌমারী নৌপথে কুঞ্জলতা ও বেগম সুফিয়া কামাল নামের দুটি ফেরি পণ্যবাহী ট্রাকসহ যাত্রী নিয়ে নিয়মিত পারাপার করে আসছিল। নভেম্বরের শুরু থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে তুলনামূলক কম পরিবহন নিয়ে ফেরি চলাচল করছিল। কিন্তু গত ৮ সেপ্টেম্বর (শুক্রবার) রৌমারী ঘাট এলাকায় নাব্যতা সংকটের কারণে ফেরির নিচের অংশ আটকে যায়।
চিলমারী-রৌমারী রুটে ড্রেজিংয়ের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ড্রেজিংয়ের (খনন) ও মার্কিংয়ের কাজ প্রায় শেষের দিকে। এবিষয়ে চিলমারী-রৌমারী নৌপথে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, আশা করছি বুধবার সকাল থেকে ফেরি চলাচল করবে।