ঈদের বিশেষ ইত্যাদিতে প্রথমবারের মতো একসঙ্গে গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। ইনামুল তাহসিনের কথায়, প্রীতমের সুর ও সংগীতায়োজনে গানটির চিত্রায়ন করা হয়েছে লেকঘেরা মনোরম স্থানে, যেখানে প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে তাঁরা পারফর্ম করেন।
গান ও সংগীতে বৈচিত্র্য আনার জন্য পরিচিত হাবিব ও প্রীতম এর আগে কখনও একসঙ্গে কাজ করেননি। তবে এবার ইত্যাদির জন্য তাঁরা এক হলেন। প্রতিবারের মতো এবারও ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর, হানিফ সংকেতের উপস্থাপনায়। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।