পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে যাতায়াতকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে আসন্ন রবিবার (৯ মার্চ) দুপুর ২টায় বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিআরটিএ সংস্থাপন শাখার সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সভাটি ঢাকার বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সভায় আরও উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ডিএমপি কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেবেন।