নেত্রকোনার দুর্গাপুরে ২৮ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ওল্ড মংক ব্র্যান্ডের ২৩ বোতল ও পাঁচ বোতল রয়েল স্টেইজ ব্র্যান্ডের বিদেশী মদ। এ কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নয়নকান্দি গ্রামে আব্দুল খালেকের ছেলে শাজাহান মিয়া (৩৫) ও মসলামুদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৬)। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সেনা ক্যাম্পের সামনে নিয়মিত টহলের অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশি করার সময় একটি পিক আপ সন্দেহজনকভাবে দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পরে কিছু দূর সামনে অগ্রসর হয়ে শিমুলতলী চেকপোস্টের সন্নিকটে পিকআপটি থামিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন সেনা সদস্যরা।
তিনি আরও জানান,তল্লাশিকালে ওল্ড মংক ব্র্যান্ডের ২৩ বোতল ও পাঁচ বোতল রয়েল স্টেইজ ব্র্যান্ডের মোট ২৮ বোতল অবৈধ বিদেশী মদ জব্দ করা হয়। এ অপরাধের সাথে সম্পৃক্ত থাকায় দুজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হন সেনা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদ্বয় ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ দূর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।