মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

ঈদে আসছে জাজের ‘জ্বীন ৩’, এবার থাকছেন নুসরাত ফারিয়া

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

২০২৪ সালের ঈদে মুক্তি পেয়েছিল ‘জ্বীন ২’। এবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আনছে এই সিনেমার তৃতীয় কিস্তি— ‘জ্বীন ৩’।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে চলেছে ‘জ্বীন ৩’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

 

গল্পটি সুমন নামের একটি ছেলেকে ঘিরে আবর্তিত হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, এবারও বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, “এই সিনেমার জন্য কোরআন শরীফে জিন সংক্রান্ত সমস্ত আয়াত পড়েছি। আগের কিস্তিতে গল্প ছিল একটি মেয়ে (মোনা) নিয়ে, আর এবার দেখা যাবে একটি ছোট ছেলেকে।”

 

তিনি আরও জানান, নায়িকা নুসরাত ফারিয়ার দাদিও জিন পালন করতেন। সেই বাস্তব গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি।

 

পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছেন, বর্তমানে সিনেমাটির ডাবিং চলছে। সেন্সর সার্টিফিকেট পেলেই এটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।

সর্বশেষ - বিনোদন