চলতি বছরে বেশকিছু বলিউড সিনেমা মুক্তি পেলেও, সেগুলো খুব একটা সাড়া ফেলতে পারেনি। বলিউড যখন ব্লকবাস্টার সংকটে, তখন ভারতজুড়ে আলোড়ন তুলেছে একটি দক্ষিণী ছবি— ‘সংক্রান্তিকি ভাস্তুনম’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৬৪ বছর বয়সী সুপারস্টার ভেঙ্কটেশ দুগ্গুবতী। ২০২৫ সালে এটি সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় নাম লিখিয়েছে।
কমেডি-অ্যাকশন ঘরানার এই সিনেমায় ভেঙ্কটেশ অভিনয় করেছেন ‘ওয়াইডি রাজু’ চরিত্রে। গল্পের মূল কেন্দ্রবিন্দু তিনিই। ওয়াইডি রাজু একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা, তবে কোনো এক কারণে তাকে বরখাস্ত করা হয়। এরপর এক প্রভাবশালী ব্যক্তির অপহরণের ঘটনা ঘটে, যার তদন্তের দায়িত্ব আবারও দেওয়া হয় ওয়াইডি রাজুকে।
সিনেমা হলে মুক্তির পর দর্শকদের দারুণ সাড়া পেয়েছিল সংক্রান্তিকি ভাস্তুনম। এবার ওটিটিতে মুক্তির পরও বাজিমাত করেছে ছবিটি। মুক্তির কয়েক দিনের মধ্যেই এটি জি ফাইভ প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে।
৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ৩০০ কোটিরও বেশি আয় করেছে, যা বাজেটের ছয় গুণ! এই বিশাল সাফল্য ছবিটিকে ইতিহাস গড়তে সাহায্য করেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন অনিল রবিপুড়ি। কাহিনি লিখেছেন এস কৃষ্ণ, জি আদি নারায়ণ ও অনিল রবিপুড়ি। ভেঙ্কটেশ দুগ্গুবতীর পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন মীনাক্ষি চৌধরি, ঐশ্বরিয়া রাজেশ, উপেন্দ্র লিমায়ে ও সাই কুমার প্রমুখ।