বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমার টিজার। ‘তুফান’-এর পর আবারও অ্যাকশনধর্মী ছবিতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে।
মাত্র ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজার দর্শকদের মুগ্ধ করেছে। ভয়ংকর রূপে হাজির হয়েছেন শাকিব খান। তার সঙ্গে পর্দায় দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। নজর কেড়েছেন মিশা সওদাগর ও শহীদুজ্জামান সেলিম। ছবিতে নায়িকা হিসেবে আছেন ইধিকা পাল।
টিজারের শুরুতেই এক নারী কণ্ঠ বিদ্রোহী সুরে বলে ওঠে, ‘আমামা হয়ে লজ্জা হয়।’ চোখ ধাঁধানো আলিশান বাড়ি ও দামি গাড়ির আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের ইঙ্গিত মেলে, যখন এক অ্যাডভোকেট বলেন, ‘উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড’। এরপর আরেক নারী কণ্ঠ যোগ করে, ‘উনি একজন রেপিস্ট।’
টিজারের অন্যতম আকর্ষণীয় সংলাপ শাকিব খানের কণ্ঠে—’আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার।’
রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত বরবাদ প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি, আর পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
ঢালিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবি বলে দাবি করা হচ্ছে। ১৮ কোটি টাকা বাজেটে নির্মিত এই রহস্য-রোমাঞ্চকর ছবিটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।