সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিসোর্ট ও কটেজের পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর ৩৬ পরিবারের দুই শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্তদের জন্য স্থানীয় শিবমন্দির ও গির্জায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক পরিবারকে সাড়ে ৭ হাজার টাকার চেক ও ৩০ কেজি চাল প্রদান করা হয়। এছাড়া শুকনো খাবার ও কম্বলও বিতরণ করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার নিজ হাতে এই সহায়তা তুলে দেন।
ইউএনও শিরীন আক্তার জানান, “সোমবার দুপুরে লাগা ভয়াবহ আগুনে অন্তত ৩৪টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে। এছাড়া ৭টি রেস্টুরেন্ট, ১৯টি দোকান এবং স্থানীয় ৩৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে।”
এদিকে, আজ বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।