রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই এক মাস ধরে, ভোগান্তিতে এলাকাবাসী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক মাস ধরে কোনো ডাক্তার নেই। এতে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।

 

স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার পল্লব বিশ্বাস জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় তাকে সেখানে ডিউটি করতে হচ্ছে। ফলে সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

 

স্থানীয়রা অভিযোগ করছেন, নিয়মিত ডাক্তার না থাকায় সাধারণ রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ।

 

একজন ভুক্তভোগী বলেন, “অসুস্থ হলে কাছের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কথা, কিন্তু সেখানে ডাক্তারই নেই। আমাদের দূরে যেতে হয়, যা অনেক কষ্টকর।”

 

এলাকাবাসী দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার নিয়োগের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, “ডাক্তার নেই—বিষয়টি অতি জরুরি, সমাধানের চেষ্টা চলছে।”

প্রতিবেদনঃ নইন আবু নাঈম তালুকদার, শরনখোলা, বাগেরহাট, খুলনা।

সর্বশেষ - রংপুর