শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

পঞ্চগড়ে মাদক নির্মূলে এক মাসের আল্টিমেটাম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২২, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

পঞ্চগড় শহরের উপকণ্ঠে রাজনগড় নতুন বস্তি এলাকায় দীর্ঘ ২০ বছর ধরে হরিজন সম্প্রদায়ের দশটি বাড়ির সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এ মাদক ব্যবসার ফলে এলাকাবাসীর সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

এই পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে রাজনগড় বকুলতলা মোড়ে জেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজনগড় মাদকবিরোধী কমিটির সভাপতি মনসুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম। এছাড়া ছয়টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুণরা সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন।

সমাবেশের আলোচনা:বক্তারা অভিযোগ করেন, দিনের বেলায় প্রকাশ্যে রাস্তার ওপর মাদক বিক্রি চলছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রায় ১০ থেকে ১৫টি পরিবারের নারী-পুরুষ সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি।

সমাবেশে সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন, “আগামী এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।” তিনি ইউএনও’র কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও হস্তান্তর করেন।

ইউএনও জাকির হোসেন ও ওসি মাসুদ পারভেজ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তারা মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান চালানো এবং রাতে পাহারা দেওয়ার ব্যবস্থার কথাও জানান।

রাজনগড়ে মাদক ব্যবসার বিরুদ্ধে সমাবেশে এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের উদ্যোগে দৃঢ় প্রতিশ্রুতি লক্ষ্য করা গেছে। সকলের সম্মিলিত প্রয়াসে মাদকমুক্ত সমাজ গড়ার এ উদ্যোগ সফল হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রতিবেদনঃ স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ উপজেলার সকল শিশুকে ক্ষুধা ও অপুষ্টি মুক্তকরণে বিশেষ অনুষ্ঠান 

কিশোরগঞ্জে ৫১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যাহত

অভিনেত্রী প্রজ্ঞার ব্যক্তিগত ভিডিও ফাঁস

নীলফামারীর ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

গাড়াগ্রাম ইউপিতে ভিজিডির চাউল বিতরণ করলেন প্যানেল চেয়ারম্যান-বাহাদুর রহমান

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে পঞ্চগড়ে সুজনের মানববন্ধন

কিশোরগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের নিরাপত্তার দাবিতে অনিদিষ্ট কালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা

মধ্যরাতে সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের

অবশেষে জলবায়ু তহবিলে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো