বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের কর্ণফুলীতে বর্ণমালা হাতেখড়ি স্কুলের অর্ধযুগ পূর্তি উৎসব সম্পন্ন হয়েছে।
শনিবার(১৬ নভেম্বর)বিদ্যালয় সংলগ্ন মাঠে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়ায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের অর্ধযুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো গুণীজন সংবর্ধনা,পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা।
এতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভাপতি মহিউদ্দিন মঞ্জুর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মনছুর আলম মুরাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রয়া ত্রিপুরা।
উদ্বোধক লায়ন মোহাম্মদ হাকিম আলীর
উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম আবিদ।স্কুলের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে জাতীয় সংগীত পরিবেশন,নৃত্য ও কৌতুক পরিবেশনার মধ্যে দিয়ে অন্যন অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান,কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দিন,কর্ণফুলী থানা গাউসিয়া কমিটি বাংলাদেশের সহ-সভাপতি মঞ্জুর আলম মঞ্জু,বাংলা বাজার ঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি লোকমান দয়াল,আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আনোয়ার কবির চৌধুরী,দৈনিক ইনফো বাংলার সাংবাদিক সরওয়ার রানা,মুক্ত বিহঙ্গ ক্লাবের সভাপতি দোস মোহাম্মদ,স্কুল পরিচালনা পর্ষদের উপদেষ্টা মোর্শেদ আলম চৌধুরী,মাওলানা আহমদ হোসাইন নিজামী,সেলিম খান,মিনার হোসেন,নাঈমুর রহমান,গিয়াসউদ্দিন সাব্বির,জামাল হোসেন,নুর আলম শাহেদ,আতিয়ার রহমান সজিব,আল আমিন মুন্না সহ বর্ণমালা হাতেখড়ি স্কুলের সকল ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ তাদের বক্তব্যে শিক্ষা ও বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
পরে উপস্থিত অতিথি বৃন্দ সমাজসেবা ও শিক্ষার প্রচার প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০জন গুণী ব্যক্তির হাতে স্মারক সম্মাননা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়া ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন।