🔹 লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মাইকি ম্যাডিসন। ‘আনোরা’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্যই অস্কারের মঞ্চে স্বীকৃতি পেলেন তিনি। একইসঙ্গে ছবিটি সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কারও অর্জন করেছে।
নবম সর্বকনিষ্ঠ অস্কারজয়ী অভিনেত্রী
এই মাসের শেষদিকে ২৬ বছরে পা রাখতে যাচ্ছেন মাইকি ম্যাডিসন। বয়সের দিক থেকে তিনি অস্কার ইতিহাসের নবম সর্বকনিষ্ঠ সেরা অভিনেত্রী হিসেবে নাম লিখিয়েছেন।
‘আনোরা’র গল্প এবং মাইকির চরিত্র
সিনেমার গল্প আবর্তিত হয়েছে নিউইয়র্ক শহরের এক ল্যাপ ড্যান্সারকে কেন্দ্র করে, যার চরিত্রে অভিনয় করেছেন মাইকি। গল্পে দেখা যায়, তিনি একজন রুশ অলিগার্কের ছেলে ইভানের প্রেমে পড়েন এবং পরবর্তীতে বিয়ে করেন। কিন্তু ইভানের বাবা-মা এই সম্পর্ক মেনে নিতে না পেরে রাশিয়া থেকে নিউইয়র্কে ছুটে আসেন, বিয়ে ভেঙে দেওয়ার জন্য। হুমকির মুখে পড়ে আনোরা ও ইভানের স্বপ্নের সম্পর্ক।
অস্কার মঞ্চে মাইকি ম্যাডিসনের প্রতিক্রিয়া
পুরস্কার হাতে নিয়ে আবেগপ্রবণ মাইকি বলেন, “এটা খুবই পরাবাস্তব! আমি এলএ-তে বড় হয়েছি, কিন্তু হলিউড সবসময়ই আমার কাছে অনেক দূরের স্বপ্ন মনে হতো। আজ এখানে দাঁড়িয়ে থাকা অবিশ্বাস্য!”
এছাড়া, তিনি মঞ্চ থেকে ব্রাইটন বিচ কমিউনিটি এবং নিজের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মাইকি
এর আগেও মাইকি ম্যাডিসন হলিউডে নজর কাড়েন। বিশেষ করে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এই ছবিতেই তাঁর প্রতিভা দেখে ‘আনোরা’র জন্য তাঁকে বেছে নেন পরিচালক শন বেকার।
এবারের অস্কার আসরে ‘আনোরা’ যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, তেমনই মাইকি ম্যাডিসনের পারফরম্যান্সও দারুণ প্রশংসিত হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।