বর্তমান সময়ের তরুণ গায়কের অন্যতম একজন শেখ সাদী। সম্প্রতি অপমান শিরোনামে একটি প্রতিবাদী গান সোস্যাল মিডিয়ায় প্রকাশের পরেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এটিই সাদীর ক্যারিয়ারের প্রথম প্রতিবাদী গান।
এর পূর্বে অনেকেই বিভিন্ন সময়ে দেশের নানাবিধ বিষয় নিয়ে প্রতিবাদী গান বের করেছিলেন। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া , মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে চোর সন্দেহে, ঢাবির ফজলুল হক হলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করার আগে তাকে খেতে দেওয়া হয়েছিল ভাত। সমগ্র দেশের মানুষের বিবেক ও মনকে আঘাত করা তোফাজ্জল হত্যাকে কেন্দ্র করে এই প্রতিবাদী গানটি গেয়েছেন তিনি।
তার ফেসবুকে দেওয়া পোস্টের ট্যাগ লাইনে জুড়ে দিয়েছেন সাবাস বাঙালি! ভাত খাওয়ার পর কেনো ভাই হয় লাশ।
তার গানে জুড়ে দেওয়া শব্দগুলো কথা বলছে মানুষের হয়ে। তুমি আমি সবাই সোনার বাংলা গর্ব যদি একসাথে আগাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে ,কথায় বা বড় হয়ে কাজে বড় হবে।সুশীল সমাজ তুমি করো উপহাস , ভাত খাওয়ার পর কেন ভাই হয় লাশ!
তার লেখা এবং গাওয়া এই গানটি শুনে নেটিজেনরা কমেন্টে বেশ প্রশংসা করছেন। এই তরুণ গায়ক ২০১৮ সালের নভেম্বরে তার প্রথম কার ললনা গানটি প্রকাশের পরেই বদলে যায় সাদীর জীবন। অনলাইনে শোরগোল ফেলে দেয় ‘ললনা’ শিরোনামে এই গানটি। এরপর এই তরুণ সাদীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
সাদীকে তার গানের পাশাপাশি, দেশ এবং জনগণ নিয়ে কথা বলতে দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেসবুকে সক্রিয় ছিলেন সাদী। শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেও দেখা যায় এই তরুণ গায়ককে। কিছুদিন আগে দেশের ভয়াবহ বন্যাপরিস্থিতেও বন্যাকবলিতদের সাহায্যে এগিয়ে আসেন তিনি। ফেনীর একটি এলাকার বন্যার্তদের সহায়তা করতে দেখা যায় তাকে।
শুরুতে শখে করলেও গানই এখন তার ভালোবাসা। ভবিষ্যতে গান নিয়েই থাকবে বলা জানা যায় তার দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে।