সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

বছরব্যাপী অপেক্ষার পর অবশেষে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হলো কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’ সিনেমার। ২০২৫ সিালের ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। আজ দুপুরে ভারতীয় সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন। খবর: রিপাবলিক ওয়ার্ল্ড

এই সিনেমাটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন এবং ১৯৭৫ সালের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের ওপর নির্মিত হয়েছে। কঙ্গনা এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি ১৯৭৫ সালের ইন্দিরা গান্ধীর রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার পটভূমিতে নির্মিত, যা ভারতের ইতিহাসের একটি আলোচিত এবং বিতর্কিত অধ্যায়।

এর আগে গত সেপ্টেম্বর সিনেমাটি সিবিএফসি থেকে অনুমোদন পাওয়ার পর, কঙ্গনা আনুষ্ঠানিকভাবে এর মুক্তির তারিখ ঘোষণা করে সে সময় জানান ৬ সেপ্টেম্বর এটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে। কিন্তু কারণবশত সে সময়ও এর মুক্তির তারিখ আটকে যায়। এবার আরও একবার ‘ইমার্জেন্সি’ মুক্তির নতুন তারিখ জানানো হলো।

এর আগে সিনেমার ট্রেলারে অন্যরকম এক কঙ্গনাকে দেখেছেন দর্শক। গ্ল্যামারের বাইরে পর্দায় তার উপস্থিতি নজর কেড়েছে সবার। এবার গোটা সিনেমা দেখার অপেক্ষায় দর্শক।

কঙ্গনা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, ভিসাক নায়ার, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমনের মতো তারকা।

সর্বশেষ - রংপুর