আগামী ২৬ এপ্রিল শনিবার স্থানীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে সৈয়দপুর রাজনৈতিক জেলা কিশোরগঞ্জ উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন। ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে উপজেলা যুবদলের নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তিনটি পদে তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি,সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক।
এদিকে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে উপজেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত শুক্রবার উপজেলা যুবদলের কাউন্সিলের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম বিক্রি ২১ ও ২২ এপ্রিল ও জমার দিন ছিল ২২ এপ্রিল বিকাল ৫ টা পর্যন্ত। ২২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের দিন এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২২ এপ্রিল।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহমুদুল হক টিপু,সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন বিলু সাংগঠনিক সম্পাদক পদে ওবায়দুর রহমান একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। বাকি ২টি পদে সাধারন সম্পাদক নজরুল ইসলাম(দুলু) ও আব্দুল সালাম। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান ও আনছারুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই ২টি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন হবে বলে এসব তথ্য জানান উপজেলা যুবদলের কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
সম্মেলনের তারিখ নির্ধারণের পর থেকে আলোচনা ছিল, ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে নির্বাচিত হবেন উপজেলা যুবদলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাঁদের ভোটে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার কথা ছিল। শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের ভোটের প্রয়োজন হচ্ছে না তিনটি পদে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কেউই তা প্রত্যাহার না করায় বিনা ভোটে সভাপতি পদে মাহমুদুল হাসান টিপু, সিনিয়র সহ-সভাপতি পদে বেলায়েত হোসেন বিলু, সাংগঠনিক সম্পাদক পদে ওবায়দুর রহমান নির্বাচিত হয়।
সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম দুলু চেয়ার মার্কা ও আব্দুল সালাম আনারস মার্কা ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান ফুটবল ও আনছারুল ইসলাম মাছ মার্কা নিয়ে লড়াই করবেন।
প্রতিবেদনঃ লাতিফুল আজম,কিশোরগঞ্জ,নীলফামারী।