কলকাতার ওয়েব দুনিয়ায় প্রথমবার ‘ফেলুদা’কে আনেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ বেশ জনপ্রিয় হয়। তবে এরপর সৃজিত ঘোষণা করেন, তিনি আর ‘ফেলুদা’ নিয়ে কোনো সিরিজ বানাবেন না। এই ঘোষণায় হতাশ হয়েছিলেন ফেলু-ভক্তরা।
পরিচালক জানান, ভবিষ্যতে ‘ফেলুদা’কে আরও বড় পরিসরে তুলে ধরার প্রয়োজন, যা ওয়েব সিরিজের বাজেটে সম্ভব নয়। তিনি প্রযোজকের উপর বাড়তি চাপও দিতে চাননি, তাই সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তবে দর্শকরা আশা ছাড়েননি। ফেলুদার ভূমিকায় অভিনয় করা টোটা রায় চৌধুরীও চেয়েছিলেন আরও কিছু সিরিজ হোক। কিন্তু সৃজিত স্পষ্ট করেছিলেন, ভূস্বর্গ ভয়ঙ্কর-এর বাজেট স্বাভাবিক বাংলা সিরিজের তুলনায় অনেক বেশি ছিল, যা পরিচালনার জন্য কঠিন হয়ে উঠেছিল।
অবশেষে হইচই থেকে এল সুখবর! আবারও পর্দায় ফিরছে ‘ফেলুদা’ সিরিজ, আর ফেলু মিত্তিরের চরিত্রে থাকছেন টোটা রায় চৌধুরী। তবে এবার পরিচালকের আসনে থাকছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। নতুন সিরিজ রয়্যাল বেঙ্গল রহস্য-এর পোস্টার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।