মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

কিশোরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক ১

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১২, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

নীলফামারীর কিশোরগঞ্জে তিন আগে নিখোঁজ খালেদ বিন লিশাদ (২২) নামে এক যুবকের নদী থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রব্বানী নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিশাদ মুশা পাকার মাথা সফি মিয়াপাড়া এলাকার মবেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিশোরগঞ্জ ডিগ্রী কলেজে ভর্তি হয়েছে।

নিহতের পরিবার সুত্রে জানাযায়,গত শনিবার লিশাদ বাড়ি থেকে বের হয়ে কাজে গেলে আর বাড়িতে ফেরেননি। আশপাশে ও আত্মীয়দের বাড়িতেও তার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে লোকজনের কাছে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদীতে ভাসমান লাশের খবর পেয়ে সেখানে গিয়ে দেখতে পায় লিশাদের লাশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুড়ি ফেরিওয়ালারা নদী পার হয়ে এক গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময়ে তারা লিশাদের মরদেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে চিৎকার করে। এসময়ে স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আশরাফুল ইসলাম বলেন, নদী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তার মরদেহ নদীতে তিন থেকে চারদিন ছিলো। ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য রব্বানী নামে একজনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনঃ লাতিফুল আজম,কিশোরগঞ্জ,নীলফামারী।

সর্বশেষ - রংপুর