ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলেঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন। সামান্য আঘাত পেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এই ভারতীয় অভিনেত্রী।
তেলেঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধন করতে এসেছিলেন।আর সেখানেই ঘটে এই দুর্ঘটনাটি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি।
অনুষ্ঠানের এক পর্যায়ে হঠাৎ মঞ্চ ভেঙে পরেন। এতে বিপদের মুখে পড়েন প্রিয়াঙ্কপাশাপাশি ঘটনায় ঝাঁসি রেড্ডিসহ তিনজন আহত হয়েছে বলে জানা যায়।
এ ঘটনার পর প্রিয়াঙ্কা মোহন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী লিখেছেন, আমি আমার ভক্তদের জানাতে চাই যে, আমি এখন ভালো আছি। আমি ভাগ্যবান যে খুব কম আঘাত পেয়েছি এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম।
প্রিয়াঙ্কা আরও লিখেছেন, এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। সকলের জন্য মন থেকে দোয়া রইল। এ ছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী।
তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়। সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত। প্রিয়াঙ্কা সামান্য আঘাতও পায়। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয়।
এই অভিনেত্রীকে শীঘ্রই জয়ম রবি অভিনীত ব্রাদার সিনেমায় দেখা যাবে। ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা বলে জানা যায়। এই সিনেমার শুটিং এর কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।