নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা করে দোকান দখলে নেয়ার অভিপ্রায়ে ব্যবসায়ীর নামে মামলা দেয়ার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান লেলিনের বিরুদ্ধে। তিনি বর্তমানে পলাতক থাকায় তার স্ত্রী লুনা আকতার আদালতে মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করা হয়।
গতকাল রবিবার শহরের প্লাজা মার্কেটে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন ব্যবসায়ী মৃত সাবির আনসারীর পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন ব্যসায়ীর স্ত্রী তামান্না খাতুনের পক্ষে তার ছেলে ইমরান আনসারী। অভিযোগে বলা হয়, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে আমাদের নিজ দোকানের অংশ ভাড়া নেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লেলিন। তিনি দোকান ভাড়া নিয়ে ভাড়া বকেয়া রাখেন। একপর্যায়ে ২০১৫ সালে আমার পরিবারের সন্তানদের ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়।
পরে দোকান দখলে নিয়ে মালিক বনে যান। কিন্তু ওই সময় ভাড়াটিয়ার সরকার দলীয় প্রভাবের কারণে থানায় কোন অভিযোগ দেয়া সম্ভব হয়নি।
পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দোকানটির মালিকানা দখল আমরা বুঝে পাই। যা সৈয়দপুর পৌরসভার বাজার শাখায় এগ্রিমেন্ট রয়েছে।
এ অবস্থায় ভাড়াটিয়া মাসুদুর রহমান লেলিনের স্ত্রী লুনা আকতার দোকান ঘরের মালিকানার অসত্য তথ্য দিয়ে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করেছে। তবে আমরা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রতিকার কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত স্হানীয় সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবাজ আনসারী, মেরাজ আনসারী।
অভিযোগের বিষয়ে জানতে কথা হয় পলাতক আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মাসুদুর রহমান লেলিনের স্ত্রী লুনা আকতারের সঙ্গে। তিনি জানান, ব্যবসায়ী সাবির আনসারীর পরিবারের অভিযোগ সঠিক নয়। তারা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।