পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুড়া ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম,সাধারন সম্পাদক শাহিন আখতার, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, কৃষক দলের আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান টিপু, মাগুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহ সম্পাদক আবুল সানওয়াৎ চৌধুরী (বিয়েছ), মাগুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিন্টু, মাগুড়া ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল হান্নান, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবাইদা ইবনে রুবেল, বাহাগিলি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা ও সাধারন সম্পাদক মিলন মিয়া প্রমূখ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, ৫ আগস্টের পর আমরা এই প্রথম শান্তিপুর্ন ভাবে আপনাদের সামনে এসে কথা বলতে পারতেছি এটাই সবচেয়ে আল্লাহর কাছে বড় পাওয়া। এছাড়া তিনি আরো বলেন এই ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে ১৭টি বছর আমরা প্রকাশ্যে মিটিং মিছিলসহ কোন কিছু করতে পারিনি। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ বিলকিস ইসলাম বলেন সবচেয়ে ভাল লাগছে যেটা আমরা আজকে সবাই এক কাতারে বসেছি সত্যি সত্যি আমরা এক কাতারে থাকতে চাই।
প্রতিবেদনঃ লাতিফুল আজম, নীলফামারী।